অকশন শিট কি ? অকশন শিট দেখে রিকন্ডিশন ভাল গ্রেডের গাড়ি কেনার উপায়! রিকন্ডিশন গাড়ি ছবিসহ সব খুঁটিনাটি সবকিছু একটি কাগজের মধ্যে লিখে একসাথে অকশন হাউসে রাখা হয়। যাতে যে কেউ কাগজগুলো পড়ে গাড়ি সম্পর্কে চটজলদি একটি স্বচ্ছ ধারণা পেতে পারে । তারা যে অকশন শিটটি বানায় সেই শিট দেখে যে কেউ গাড়ি কিনে ফেলতে পারেন । কারণ অকশন শিটটি হুবহু গাড়ির নির্ভুল বর্ণনা দিয়ে লেখা হয়। অকশন শিটের প্রয়োজনীয়তা অকশন শিটে একটি গাড়ির সবকিছুর বিশদ বর্ণনা দেয়া থাকে যেগুলো দেখে আপনি গাড়িটি কিনতে পারবেন । অকশন শিট দেখলে আপনার রিকন্ডিশন গাড়ি চোখে দেখারও প্রয়োজন পড়বে না। অকশন শিটে গাড়ির গ্রেড ও মাইলেজের উপর ভিত্তি করে গাড়ির মূল্য নির্ধারণ করা হয়। যেমন- একটি গাড়ি যদি ৫০,০০০ কিমি চলে তাহলে সেটার দাম বেশী হবে আর তুলনায় ১০,০ ০ ০০ কিমি মাইলেজের গাড়ির দাম কম হবে। রিকন্ডিশন গাড়ি গ্রেডের ব্যাখ্যা অকশন শিটে গাড়ির গ্রেডিং তিনটি ব্যাপারের উপর ভিত্তি করে করা হয়। 1. প্রথমত এক্সটেরিওর (বাহিরের অবস্থা) 2. দ্বিতীয়ত ইন্টেরিওর (ভেতর এর অবস্থা) 3. এবং তৃতীয়ত মাইলেজ 1. প্রথমত এক্সটেরিওর (বা...